সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার, ছাতক ও জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আজ রোববার সকালে দোয়ারাবাজার উপজেলায় দুজন ও ছাতকে একজন এবং গতকাল শনিবার জামালগঞ্জে একজন নিহত হন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বজ্রপাতে আজ রোববার সকালে দোয়ারবাজারে নিহতরা হলেন পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৩০) এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (২৮)। বাড়ির পাশের দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
দোয়ারাবাজার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুজন ঘটনাস্থলে মারা যান।
এদিকে রোববার সকালে ছাতক মল্লিকপুর গ্রামের পাশের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুন্দর আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনিবার রাত সাড়ে বারোটার দিকে বাড়ির পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।