মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় কয়েকজন তরুণ। আজ শনিবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর এলাকার একটি কৃষিজমিতে মায়া হরিণটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, শনিবার দুপুরে ইউনিয়নের কামদপুর গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ কৃষিজমি থেকে ধরেন কিছু তরুণ। পরে বিষয়টি তাঁকে জানালে তিনি রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামকে জানান। খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা তাঁকে নিয়ে মায়া হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন।
রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে লাউয়াছড়া প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।’
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হরিণটি আজ শনিবার কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণটি রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিট এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।