৫ দফা দাবিতে ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বুধবার হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
এর আগে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। পরে হাইকোর্টের প্রথম দফা রায় তাঁদের পক্ষে আসায় বিক্ষোভ শেষ করে কর্মস্থলে ফিরে যান তাঁরা।