Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সংবাদ প্রকাশের পর অভিযান: চুনারুঘাটে ১০ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ ধ্বংস

হবিগঞ্জ প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর অভিযান: চুনারুঘাটে ১০ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ ধ্বংস
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন ও ২ হাজার ৫০ ফুট পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ৩টায় উপজেলার পানছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম।

প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছিল। এতে সংরক্ষিত বনভূমি ও এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে তৎপর হয় প্রশাসন।

চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস করি। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, ‘আইন অমান্য করে যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমরা কঠোর অবস্থানে থাকব।’

দেড় কেজি তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক

হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার