Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বালুবাহী ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধি

বালুবাহী ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক বালুবাহী একটি ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। একটি ট্রাকে কৌশলে বালুর নিচে বিভিন্ন ধরনের ভারতীয় বিস্কুট ও চকলেট নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দক্ষিণ সুরমা থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মো. মহি উদ্দিন (২৮) ও পাবনা জেলার আসাদ আলী (৪৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার ও পণ্য উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা-পুলিশ। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় নয় লাখ টাকা। এই অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, `গ্রেপ্তারকৃতরা কৌশলে ট্রাকে বালুর নিচে করে ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিল। আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করি। এ সময় হেফাজত থেকে একটি ট্রাকসহ আনুমানিক নয় লাখ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি) রুজু করা হয়েছে। মামলা নম্বর ২৮।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে বিক্ষোভ-মানববন্ধন

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারি, আহত ৩

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত