Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বড়লেখায় কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে গিয়ে মো. আব্দুল মানিক (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে। পিকআপ ভ্যানের চালকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপ ভ্যানে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. আব্দুল মানিক। এ সময় ওই এলাকাই পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এসআই মাসুদ পারভেজ বলেন, ‘কাঠবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

‘গায়েবি’ মামলার আসামি প্রবাসী, সরকারি কর্মকর্তা

গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক হলেন আওয়ামী লীগ নেতা

সিলেটে ঠিকাদারকে মারধর, আ.লীগ নেতাসহ পাঁচজনের নামে মামলা

হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

এবার ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

বিছনাকান্দি সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত

হামলা মামলায় হবিগঞ্জে উপসহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

বিশ্বনাথে চোর সন্দেহে যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা

সুনামগঞ্জে পুলিশকেই তুলে নিয়ে যাচ্ছিল ডাকাতেরা, দুর্ঘটনার পর গ্রেপ্তার ২

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা