হোম > সারা দেশ > সিলেট

শুকিয়ে যাওয়ার হুমকিতে জৈন্তাপুর শাপলার বিল

প্রতিনিধি

জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুর লাল শাপলার বিলে চলছে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন। আবার বিল থেকে নালা কেটে পানি নেওয়া হচ্ছে আবাদি জমিতে। ফলে শুষ্ক মৌসুমে বিলটি শুকনো চরায় পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। 

সম্প্রতি শাপলা বিল ঘুরে দেখা যায়, রাস্তা ও ব্রিজ নির্মাণের জন্য দুই মাস আগে নালা করে পানি বের করে দেওয়া হয়েছে। ফলে শাপলার প্রজনন মৌসুমে এসে বিলটিতে পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কখনো বিলে এত কম পানি দেখা যায়নি। পানি বেশি কমে যাওয়ায় বিলে ছেড়ে দেওয়া হচ্ছে মহিষ। এতে লাল শাপলার খুদে চারাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের অবহেলার কারণেই বিলটি ধ্বংস হতে চলেছে। লাল শাপলার প্রজনন মৌসুমে নালা করে পানি বের করে দেওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কোনোদিন বিলে পানিসংকট হয়নি। মূলত বিলের জমি দখলে নেওয়ার জন্যই এমনটি করা হচ্ছে। নির্বিচারে কারেন্ট জাল দিয়ে বিলের মাছ নিধনও চলছে। এখনই নালা বন্ধ করে বিলে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং মাছ নিধন বন্ধের দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, বাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। তবে ওই সব অনিয়ম সম্পর্কে আমার কিছু জানা নেই। বিষয়গুলো সম্পর্কে আমাকে কেউ জানায়ওনি। মাত্র আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন