সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড় থেকে উদ্ধার করা বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে। লাশটি জেলার জালালাবাদ থানার বসন্তরাগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে অটোরিকশা চালক সাজ্জাদ আলীর (৩৫)।
বস্তাবন্দী লাশের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা চালক সাজ্জাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছুই জানানো যাচ্ছে না।’
এর আগে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। দক্ষিণ সুরমা বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড়ে তাঁর লাশ পড়ে ছিল বলে জানায় পুলিশ।