হোম > সারা দেশ > সিলেট

খোয়াই নদে বন্যার পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে যুবক নিখোঁজ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

ভারত থেকে নেমে আসা তীব্র পানির তোড়ে হু হু করে বাড়ছে হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই নদের পানি। এই নদের পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরকলা গ্রামের গাজীকালু মাজার সংলগ্ন খোয়াই নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম সামছুল মিয়া (৩০)। তিনি উপজেলার গোবরকলা গ্রামের উসমান মিয়ার ছেলে। খোয়াই নদের তীরবর্তী গোবরকলা গ্রামের বাসিন্দা সামছুল।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে খরস্রোতা খোয়াই নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিতে ভারতসহ বিভিন্ন পাহাড় ধসে ছোট-বড় অসংখ্য গাছ ভেসে আসছে। গাছগুলো তুলতে সামছুল মিয়া খরস্রোতা খোয়াই নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার ও সিভিল সার্ভিস কর্মকর্তা কালামসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ চালানো সম্ভব না হওয়ায় তাঁরা ফিরে আসেন।

এ বিষয় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেল ৫টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশা করেন নদীর ভাটির কোথাও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন