হোম > সারা দেশ > সিলেট

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অভিযুক্ত এসপি নাছির উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ভ্রমণে গিয়ে ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস সহায়ককে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করেছেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নাছির উদ্দিন আহমেদ সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি। মারধরের শিকার জাবেদ আহমেদ ঘাটের খাস কালেকশনের দায়িত্বে থাকা ভূমি অফিসের অফিস সহায়ক।

ভুক্তভোগী জাবেদ আহমেদ আজকের পত্রিকা’কে বলেন, ‘দুপুর ১২টার দিকে তিনি (নাছির উদ্দিন আহমেদ) এসে ফ্রিতে নৌকা চান। আমি বলি ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে। তখন তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন। চড়থাপ্পড় মারেন। পরে আমরা আধা ঘণ্টা নৌকা চালানো বন্ধ রাখি। পরে ইউএনও, ওসি স্যারসহ কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেন। আর এসপি নাছির সাহেব মাফ চেয়েছেন।’

কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, ‘মিস বিহেভ হয়েছিল। ওনারা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি শেষ।’

এ বিষয়ে জানতে সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি নাছির উদ্দিন আহমেদের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়।

আরও খবর পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে ইফতার ও দোয়া মাহফিল

অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৬ নারী-পুরুষ আটক

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

পাগল পেটানোয় মামলা, চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জগন্নাথপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

বিধির বাইরে টাকা তুললেন ডিসি

পাতলা খিচুড়ি ও আখনি লাগবেই সিলেটিদের

বড়লেখায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সামাজিক উন্নয়নের ভেলকি ফেঞ্চুগঞ্জের ইউএফপিএ জাহাঙ্গীরের