কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোর পারভেজ হোসেন সাদ্দামের (১৫) মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্ট জিরো পয়েন্ট দিয়ে ভারতের ত্রিপুরা পুলিশ কুলাউড়া থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ এর সহকারী কমান্ডেন্ট অমিত ছন্দ্র, ত্রিপুরা পুলিশের এসডিপিও জয়ন্ত কর্মকার, ত্রিপুরা ইরানী থানার ওসি যতীন্দ্র দাশ, বাংলাদেশের কুলাউড়া থানার পরিদর্শক ক্যাশৈনু, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান, কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ও নিহতের পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ।
নিহত কিশোর পারভেজ হোসেন সাদ্দাম উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ বলেন, আজ সন্ধ্যায় ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করেছে। গতকাল নিহত কিশোর পারভেজ হোসেন সাদ্দাম ও আহত যুবক সিদ্দিক সীমান্ত অতিক্রম করেছিল। তাদের সঙ্গে বিএসএফের এক সদস্যের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে পারভেজ হোসেন সাদ্দাম মারা যায়। আর তার লাশ বিএসএফ নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ বলেন, ‘আজ সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করেছে।’