লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাবিনা নেসা (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুরে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন দেশে অবস্থানরত নিহত সাবিনার চাচা জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ।
পারিবারিক সূত্রে জানা যায়, সাবিনা নেসা গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকায় তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। পরদিন তাঁর মরদেহ নিকটবর্তী ক্যাটার পার্কে পাওয়া যায়।
নিহত সাবিনা নেসা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের লন্ডনপ্রবাসী আব্দুর রুপের ৪ মেয়ের মধ্যে ২ য়। আব্দুর রুপ ১৯৮০ সালের দিকে যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকে তিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
তাঁর চার মেয়ে লন্ডনে জন্মগ্রহণ করলেও তিনি প্রায় সময় মেয়েদের নিয়ে দেশে আসা-যাওয়া করতেন। সাবিন নেসা দক্ষিণ পূর্ব লন্ডনের এক স্কুলের শিক্ষক ছিলেন। ২৮ বছর বয়সী এই ব্রিটিশ-বাংলাদেশি পড়াশোনা করেছেন গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে।
রোববার তথ্যটি নিশ্চিত করে সাবিনার চাচা সেলিম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাতিজি মাত্র এক বছর আগে লন্ডনে মাস্টার্স ডিগ্রি পাস করে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করে।
আমি আমার ভাতিজির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাই। সেই সঙ্গে তিনি লন্ডন সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, আমার ভাতিজির মতো আর যেনও কাউকে অকালে জীবন দিতে না হয়।’
এদিকে, সাবিনা নেসার হত্যাকাণ্ডের সংবাদে জগন্নাথপুর উপজেলাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।