Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

আজকের পত্রিকায় খবরের পর খাল দখলমুক্ত করার উদ্যোগ

হবিগঞ্জ প্রতিনিধি

আজকের পত্রিকায় খবরের পর খাল দখলমুক্ত করার উদ্যোগ

হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন সরকারি খাল ও জমি দখলদারদের তালিকা তৈরি শুরু করেছে প্রশাসন। গত ২০ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘খাল ভরাট করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এই উদ্যোগ নেয়। 

উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, ভূমি কার্যালয় থেকে সরেজমিনে গিয়ে তালিকা তৈরির কাজ শুরু করেছে। ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদারদের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩৯ জন দখলদারকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুরো তালিকা প্রস্তুত করবে ভূমি কার্যালয়। এরপর দখল উচ্ছেদ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলেই উচ্ছেদের মাধ্যমে খাল দখলমুক্ত করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন, দখলদারদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা প্রশাসকের দিকনির্দেশনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই উচ্ছেদ অভিযান শুরু হবে। পাশাপাশি এসব দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার বেকিটেকা ব্রিজ থেকে বামৈ তিনপুল পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারজুড়ে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের সরকারি খাল দখল করে নির্মিত হয়েছে বিভিন্ন স্থাপনা। লাখাই উপজেলার করাব ইউনিয়ন থেকে বামৈ ইউনিয়নের রাজনৈতিক ও স্থানীয়ভাবে ক্ষমতাবান কিছু ব্যক্তি এই খাল দখল করেন।

ফেসবুকের পোস্টের জেরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০

হাতাহাতি ঢাকায়, ঈদের ছুটিতে হবিগঞ্জ ফিরে সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, আহত ১০

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, সাবেক মেয়রসহ আটক ১৪

সিলেটের শাহি ঈদগাহে লক্ষাধিক মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা

ঈদের ছুটিতে বেড়ানো যেতে পারে মৌলভীবাজারের শতাধিক পর্যটনকেন্দ্রে

মৌলভীবাজারের শতাধিক পরিবারের ঈদ

সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

লাউয়াছড়া বন থেকে চুরি হচ্ছে মূল্যবান আগরগাছ