সিলেটের গোলাপগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক বৃদ্ধের নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্তদের আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার সরস্বতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম কামরান মিয়া (৬০)। তিনি সরস্বতী গ্রামের বাসিন্দা। আটকেরা হলে রাজু আহমদ (৩০) ও তাঁর স্ত্রী আলপিনা বেগম (২২)।
জানা যায়, রাজু কামরান মিয়ার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। আজ সকালে বাবার সঙ্গে রাজুর টাকা-পয়সা নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু তাঁর বাবাকে মারধর করেন। তাঁর স্ত্রী আলপিনাও যুক্ত হন। দুজনে মিলে কিলঘুষি ও লাথি দেন। বাবাকে বাঁচাতে তাঁর বোন এগিয়ে এলে তাঁকেও তারা আহত করেন। তাৎক্ষণিক বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, বৃদ্ধ বাবাকে কিলঘুষি ও লাঠি দিয়ে মারধর করায় তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।