সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ‘মাত্র তিন দিনে এমপি হয়েছি। রেকর্ড করেছি। সংসদে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার রেকর্ডও আছে আমার। এসব ভাগ্য পৃথিবীর কোনো মানুষের ভাগ্যে জোটেনি। আমার ভাগ্যে জুটেছে।’
গণফোরামের নির্বাহী সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির বলেন, ‘আমি সবচেয়ে বেশি ঋণী আমার নির্বাচনী আসন সিলেট–২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মানুষের কাছে। এ ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। আজীবন স্মরণ থাকবে মানুষের ভালোবাসা আর আন্তরিকতার কথা।’
শুক্রবার (৫ মে) বিকেলে পৌর শহরের পূর্ব চান্দশীর কাপন গ্রামবাসী আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোকাব্বির খান।
মোকাব্বির খান বলেন, ‘নির্বাচিত হওয়ার পর জনগণের উন্নয়নের জন্য কোনো ফি ছাড়া উন্নয়ন করার চেষ্টা করেছি। বাকি সময়টুকু সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পারলে কিছুটা হলেও শান্তি বোধ করব।’
পূর্ব চান্দশীর কাপন জামে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গৌছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র (৩) মোহাম্মদ সুমন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফজর আলী, গণফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক নিজাম উদ্দিন, গণফোরাম নেতা জাহাঙ্গীর আলম, সংগঠক জাকির হোসেন।