Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

সিলেট প্রতিনিধি

সিলেটে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
মোটরসাইকেলে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার থানার সদর পয়েন্টে চলে এই সংর্ঘষ।

আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে কারও নাম জানা সম্ভব হয়নি। তবে কমপক্ষে ৫০ জন চিকিৎসার জন্য এসেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সংর্ঘষের সময় দোকানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকেরা খাতুন রুপি আজকের পত্রিকাকে জানান, এখন পর্যন্ত (১১ টা ৫০ মিনিট) ৫০ জন চিকিৎসা নিয়েছেন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। এরমধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সঙ্গে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। সেখানে তাকে মারধরের ঘটনায় বর্ণি গ্রামের লোকজন সড়কে গাড়ি আটকে অবরোধ করেন। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর লোকজন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন অবস্থান করছে।’

বৈষম্যবিরোধী ছাত্রের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জে যুবদল নেতার ফেসবুক পোস্টে মন্তব্য, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুরে অনুমতিবিহীন বাউলসন্ধ্যার আসর বন্ধ করে দিল প্রশাসন

পর্যটকে আতঙ্কিত প্রাণীরা, চিন্তিত বন বিভাগ

বিএনপি সভাপতির মদদ–বললেন আনোয়ার, লোদীর দাবি–আ. লীগের কূটকৌশল

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৮

সিলেটের সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা-ভাঙচুর

টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

সিলেটে আবারও ছাত্রলীগের ঝটিকা মিছিল

হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি