দেশের ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত। অপর দিকে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আজ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে বেলা ২টায়। এর মধ্যে ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।