হোম > অর্থনীতি

ইলেকট্রোলাইট ড্রিংকসসহ আরও ১৬ পণ্যে থাকতে হবে বিএসটিআইয়ের সনদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রোলাইট ড্রিংকসসহ আরও ১৬ পণ্যে থাকতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ। 

আজ রোববার বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ৪০তম কাউন্সিল সভায় ১৬টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পণ্যগুলো হলো ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রিন্টেড সিল্ক শাড়ি, ডিশ ওয়াশার্স, ওয়াশিং মেশিন, কিচেন মেশিনস, কিচেন হুডস, বেড ম্যাট্রেস, স্টেভিয়ল গ্লাইকোসাইডস, কাস্টার্ড পাউডার, ইভাপোরেটেড স্কিম মিল্ক অ্যান্ড ভেজিটেবল ফ্যাট, ইভাপোরেটেড মিল্কস, অ্যালুমিনিয়াম এলয় ফয়েল, উড প্লাস্টিক রিসাইকেল কম্পোজিটস, হাউজহোল্ড ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স এবং জেল ইন্ক বল পেন অ্যান্ড রিফিলস।
 
বর্তমানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যের সংখ্যা ২৯৯। আরও ১৬টি পণ্যের গেজেট হলে বাধ্যতামূলক পণ্যের সংখ্যা দাঁড়াবে ৩১৫।

পণ্য বাধ্যতামূলক তালিকায় আসার আগে সেগুলোর মান পরীক্ষার সক্ষমতা তৈরি করতে হয়। তবে বিএসটিআইয়ের নিজস্ব পরীক্ষার ব্যবস্থা না থাকলে কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে তা পরীক্ষা করানো এবং বাজারজাতের অনুমোদন দিতে পারে বিএসটিআই। 

শিল্প উপদেষ্টা ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান আদিলুর রহমান খানের সভাপতিত্বে বিএসটিআই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইর মহাপরিচালক ও কাউন্সিলের সদস্যসচিব এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর, ইপিবি এবং এফবিসিসিআই, বিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিএসটিআইয়ের মহাপরিচালক ও কাউন্সিলের সদস্যসচিব এস এম ফেরদৌস আলম সভাটি পরিচালনা করেন।

পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে অংশীজনদের বৈঠক বুধবার

কর-ভ্যাট অব্যাহতি ও বিনিয়োগবান্ধব করনীতি চান ব্যবসায়ীরা

ইউনিলিভার বাংলাদেশের সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

সনদ নিয়েও চালু হয়নি এসকিউ ব্রোকারেজ, তদন্তে কমিটি

আউটসোর্সিং: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা

এলডিসি থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে, ল্যান্ডিংয়ের সুযোগ নেই: আনিসুজ্জামান

১০ হাজার টন ভারতীয় চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

সয়াবিন তেলের দাম বাড়ল, এক লিটারের বোতল ১৮৯ টাকা