Ajker Patrika

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

বিজ্ঞপ্তি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২: ১০
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেজিয়া) নির্বাহী কমিটির নেতারা আজ বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এম এ জব্বারের নেতৃত্বে সংগঠনের সহসভাপতি শরীফ জহির, রুপালী এইচ চৌধুরীসহ অন্য নেতারা সম্প্রতি মার্কিন সরকারের শুল্ক আরোপ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসব সিদ্ধান্ত বিনিয়োগ, উৎপাদন ব্যয় ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ করে, তাঁরা সরকারের প্রতি এসব বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।

বৈঠকে বেজিয়া প্রতিনিধিরা যেসব বিষয় তুলে ধরেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—ক. অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ ও উচ্চ চাপ গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ; খ. প্রয়োজনে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুমতি প্রদান; গ. অ্যাপ্রোচ রোড, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, আবাসন, শ্রমিক পরিবহনসহ প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত বাস্তবায়ন; ঘ. ইউটিলিটি সার্ভিস চার্জ মওকুফ ও লিজ নেওয়া জমিকে ব্যাংকযোগ্য হিসেবে গড়ে তোলা; ঙ. সব সাধারণ সুবিধা ও ইউটিলিটি সেবা সম্পন্ন হওয়ার পর বার্ষিক লিজ ভাড়া নির্ধারণ এবং ইউনিট বিনিয়োগকারীদের কাছে প্লট হস্তান্তর নিশ্চিত করা; চ. পলিয়েস্টার ইয়ার্ন আমদানির ক্ষেত্রে এলসি পেমেন্টের ওপর ৩ শতাংশ ট্যাক্স মওকুফ, যা তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগকারীদের সব দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলোর বাস্তবভিত্তিক সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত