হোম > অর্থনীতি

ডব্লিউটিওর সম্মেলন: অর্জন কেবল ডিজিটাল লেনদেনে শুল্ক ছাড়ের মেয়াদ বৃদ্ধি

অনলাইন ডেস্ক

ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি আরও দুই বছর বিলম্বিত করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে শেষ হওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের মধ্যে অর্থাৎ পরবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না আসতে পারলে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে শুল্ক চালু হয়ে যাবে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবি অনুষ্ঠিত ডব্লিউটিওর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি দুই বছরের জন্য স্থগিত করার ঐকমত্য হয়। তবে বিশ্বজুড়ে মৎস্য ও কৃষিপণ্যের বাণিজ্যের ব্যাপারে কোনো সিদ্ধান্তই গৃহীত হয়নি এই সম্মেলনে। 
 
ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত হওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছেন, ‘এই ছাড়টিকে বিশ্বের দেশগুলো ২০২৬ সালের মধ্যে এ ধরনের পণ্যের (ডিজিটাল লেনদেন সংক্রান্ত) ওপর শুল্ক আরোপের একটি ব্যবস্থা তৈরির সুযোগ হিসেবেও নিতে পারে।’ 

তবে ভারত কৃষিপণ্যের বিশ্বব্যাপী বাণিজ্যের বিষয়ে যে ছাড় চেয়েছিল তা আটকে যায় সদ্য শেষ হওয়া এই সম্মেলনে। তবে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে এই বিষয়েও দুই বছরের ছাড় দেওয়া হয়। এবং কৃষি খাতে চলতি বছরের সম্মেলন থেকে এটিই সবচেয়ে বড় অর্জন। 

পাশাপাশি মৎস্য খাতে বিশ্ববাণিজ্য আরও সুবিধাজনক করতে ডব্লিউটিওর সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ধারণা করা হয়েছিল। কারণ, ২০২২ সালের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ডব্লিউটিওর প্রধান কার্যালয় জেনেভায় দেশগুলো সম্মত হয়েছিল যে, এই খাতে বাণিজ্যিক দ্বন্দ্ব নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ বছর। এবং চলতি বছরের শেষ নাগাদ সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ারও কথা ছিল। কিন্তু এই সম্মেলনে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্তই হয়নি।  

এর আগে, এই সম্মেলনে চীন-সমর্থিত একটি বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দেয় দক্ষিণ আফ্রিকা ও ভারত। লাতিন আমেরিকার দেশ চিলি এবং এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ও চীন-সমর্থিত এই বিনিয়োগ প্রকল্পটির নাম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ডেভেলপমেন্ট (আইএফডি)। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কল্যাণে বিভিন্ন খাতে ২০০-৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা আছে। 

ডব্লিউটিওর নিয়ম অনুসারে, সংস্থাটির সদস্যভুক্ত যেকোনো দেশই চাইলে এই ডিল আটকে দিতে পারবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে। সেই নিয়মেরই সুবিধা নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই বিনিয়োগ প্রস্তাব আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডব্লিউটিও বলেছে, ‘একচেটিয়া ঐকমত্য না থাকায় আমরা এই বিষয়টিকে আমাদের সম্মেলনের অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করতে পারিনি।’

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন