ব্যাংকে টাকা জমা রাখার খরচ বাড়ছে। ৫০ লাখ টাকার বেশি আমানতে শুল্ক বাড়ানো হতে পারে এবারের বাজেটে। এর ফলে তিন অর্থবছর পর ব্যাংকে রাখা আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ব্যাংক ব্যালান্সে বিদ্যমান আবগারি শুল্কের পরিমাণে পরিবর্তন হতে পারে।
বর্তমানে ১ লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক প্রযোজ্য নয়। সূত্র বলছে, ১ লাখ থেকে ১০ লাখ টাকার ওপরে আবগারি শুল্ক অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে ১০ লাখ থেকে ১ কোটি টাকার ওপরে আবগারি শুল্ক হিসেবে ৩ হাজার টাকা কাটা হয়। এই সীমা ভেঙে ১০ লাখ থেকে ৫০ লাখ টাকার ওপরে একই শুল্ক এবং ৫০ লাখ থেকে ১ কোটি টাকার ওপরে ৫ হাজার টাকা করা হতে পারে। অর্থাৎ যাঁরা ব্যাংকে এই পরিমাণ টাকা রাখেন, তাঁদের আবগারি শুল্ক প্রায় ৬৭ শতাংশ বৃদ্ধি পাবে।
এ ছাড়া বর্তমানে ১ কোটি থেকে ৫ কোটি টাকার ওপরে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য। এটিকে দুই ভাগে বিভক্ত করা হতে পারে। ২ কোটি থেকে ৫ কোটি টাকার ওপরে ২০ হাজার শুল্ক বাড়ানোর বিপরীতে ১ থেকে ২ কোটি টাকার ওপরে শুল্ক কমিয়ে ১০ হাজার টাকা করা হতে পারে।