সয়াবিন তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমিয়েছেন পরিশোধনকারী ও বাজারজাতকারী মিলের মালিকেরা। আজ রোববার পরিশোধনকারী মিলের মালিকেরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমায় দেশের বাজারে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগে প্রতি লিটার বোতলের দাম ছিল ১৭৯ টাকা। লিটারপ্রতি ৫ টাকা কমিয়ে তা ১৭৪ টাকা করা হয়েছে। আর ৫ লিটারের ৮৭৩ টাকার বোতল এখন ৮৫০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেল ১৫৯ থেকে কমিয়ে ১৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ রোববার রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৬০-১৬৫ টাকায়, এক লিটারের বোতল ১৭৫-১৮০ টাকায় এবং ৫ লিটারের বোতল ৮৩০-৮৬০ টাকায়।
আন্তর্জাতিক নিউজ পোর্টাল ইনডেক্স মুন্ডি ডটকম সূত্রে জানা গেছে, গত এপ্রিলে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ৩০ ডলার। মে মাসে কমে বিক্রি হয় ৯৮৮ ডলার। তবে জুনে সামান্য বেড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা প্রায় ২০ লাখ টন। এসব তেলের মধ্যে অধিকাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। দেশে ভোজ্যতেলের চাহিদা মেটাতে ব্যাপক হারে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নিয়েছে কৃষি মন্ত্রণালয়।