Ajker Patrika
হোম > অর্থনীতি

ডব্লিউটিওতে চীনা মদদপুষ্ট বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দিল ভারত-দক্ষিণ আফ্রিকা

ডব্লিউটিওতে চীনা মদদপুষ্ট বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দিল ভারত-দক্ষিণ আফ্রিকা

চীন-সমর্থিত একটি বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকে কয়েক শ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লাতিন আমেরিকার দেশ চিলি এবং এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ও চীন-সমর্থিত এই বিনিয়োগ প্রকল্পটির নাম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ডেভেলপমেন্ট (আইএফডি)। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কল্যাণে বিভিন্ন খাতে ২০০-৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা আছে।

বিশ্বের মোট ১২৫টি দেশ এই প্রকল্পের বিষয়ে ঐকমত্য পোষণ করেছিল। যা ডব্লিউটিওর মোট সদস্য সংখ্যার তিন-চতুর্থাংশ। মূলত বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য, বিনিয়োগ পরিবেশ উন্নতকরণ ও সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করার কথা।

ডব্লিউটিওর নিয়ম অনুসারে, সংস্থাটির সদস্যভুক্ত যেকোনো দেশই চাইলে এই ডিল আটকে দিতে পারবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে। সেই নিয়মেরই সুবিধা নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই বিনিয়োগ প্রস্তাব আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডব্লিউটিও বলেছে, ‘একচেটিয়া ঐকমত্য না থাকায় আমরা এই বিষয়টিকে আমাদের বৈঠকের অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করতে পারিনি।’

এই বিষয়ে ডব্লিউটিওর বৈঠকে যোগ দিতে যাওয়া ভারতীয় বা দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে, ভারত ও দক্ষিণ আফ্রিকার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন বিশ্লেষকেরা। ওয়াশিংটনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকিন গাম্প ট্রাসের বিশ্লেষক অ্যালান ইয়ানোভিচ বলেছেন, এই দুঃখজনক পদক্ষেপ বিশ্বের গরিব দেশগুলোর উন্নতিকে বাধাগ্রস্ত করবে।

রপ্তানি আয়-রেমিট্যান্সে আঘাত আসতে পারে

কিছু সুবিধা নেওয়ার পরিস্থিতিও আছে

ট্রাম্পের শুল্কে পোশাক খাতে শঙ্কা

মার্কিন শুল্কে দেশে দেশে ক্ষোভ

ট্রাম্পের ঘোষণায় পতনের মুখে মার্কিন ক্রিপ্টো শেয়ার

ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস

ট্যারিফ নির্ধারণে ট্রাম্পের গাণিতিক সূত্রের ব্যাখ্যা, ভারতের চেয়ে বাংলাদেশের শুল্ক বেশির কারণ

ট্রাম্পের শুল্কনীতিতে হুমকির মুখে ৩২০০ কোটি ডলারের ভারতীয় গয়না শিল্প

যে কারণে ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় নেই তেল–গ্যাস

মার্কিন পণ্যে কেমন শুল্ক নেয় বাংলাদেশ