নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহসহ তাঁর পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের নামে ব্যক্তিমালিকানাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
ব্যাংক হিসাব জব্দ করা হাসানাত পরিবারের সদস্যরা হলেন আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী প্রয়াত সাহান আরা আবদুল্লাহ; তাঁদের তিন ছেলে—সাবেক এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। এ ছাড়া সাদিকের স্ত্রী লিপি আবদুল্লাহ এবং পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানা।
বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাঁর ব্যক্তিমালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিতের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী এসব হিসাবের লেনদেন বিবরণী, কেওয়াইসি ফরমসহ প্রয়োজনীয় তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।