হোম > অর্থনীতি

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৮৮ টাকা

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমানোর চার দিনের মাথায় ফের বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৮ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াল ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৩০ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৪৭৮ টাকা।

বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা দাম বাড়ছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে অংশীজনদের বৈঠক বুধবার

কর-ভ্যাট অব্যাহতি ও বিনিয়োগবান্ধব করনীতি চান ব্যবসায়ীরা

ইউনিলিভার বাংলাদেশের সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

সনদ নিয়েও চালু হয়নি এসকিউ ব্রোকারেজ, তদন্তে কমিটি

আউটসোর্সিং: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা

এলডিসি থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে, ল্যান্ডিংয়ের সুযোগ নেই: আনিসুজ্জামান

১০ হাজার টন ভারতীয় চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

সয়াবিন তেলের দাম বাড়ল, এক লিটারের বোতল ১৮৯ টাকা