Ajker Patrika
হোম > অর্থনীতি

এডিবির ৯০ কোটি ডলার পাওয়া যাবে মার্চের মধ্যে: অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

এডিবির ৯০ কোটি ডলার পাওয়া যাবে মার্চের মধ্যে: অর্থ উপদেষ্টা

বাজেট সহায়তা এবং ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিশ্রুত অর্থের মধ্যে প্রাথমিকভাবে ৯০ কোটি ডলারের ঋণসহায়তা বাংলাদেশের অনুকূলে ছাড় করার কর্মপরিকল্পনা ও সময়সীমা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের বৈঠকে এই অর্থ ছাড়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে এডিবির পক্ষে সিনিয়র অ্যাডভাইজার অ্যাডমিন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন। 

পরে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশকে ৯০ কোটি ডলার দিচ্ছে। এর মধ্যে বাজেট সহায়তার অংশ হিসেবে ৪০ কোটি ডলার মিলবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। আর ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কার সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার পাওয়া যাবে আগামী বছরের মার্চের মধ্যে। এই অর্থ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ছাড় করার আশ্বাস দিয়েছে এডিবির প্রতিনিধিদল। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। এই বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলাপ করেছি। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। তবে আমরা ৯০ কোটি ডলারের বাইরে জ্বালানি খাতের উন্নয়নে আরও এক বিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট দেওয়ার অনুরোধ করেছি। এ সময় এডিবি প্রতিনিধিদল জানিয়েছে, বাংলাদেশে এডিবির চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে আমরা বেশ ইতিবাচক আলাপ করেছি।’

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি: এনবিআর চেয়ারম্যান

সেইলরের ঈদ আয়োজন

এআই নির্ভরতা বাড়াচ্ছে ডিবিএস ব্যাংক, চাকরি হারাবেন ৪০০০ কর্মী

শুরু হলো ৩ দিনব্যাপী বাপা ফুডপ্রো

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ২০ হাজার চাকরি দেবে অ্যাপল

কোথায় থেমে সংস্কার, ব্যাখ্যা দাবি

‘ভুল নীতিতে’ বস্ত্র খাত এখন চরম সংকটে

তিন মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত

২৩ দিনেই ২ বিলিয়ন ডলারের মাইলফলক রেমিট্যান্সে

স্বাভাবিক কার্যক্রম চালাতে সরকারের সহায়তা চায় অর্থনীতি সমিতি