Ajker Patrika

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর আট জেলার ব্যবসায়ীদের সঙ্গে প্রাক্‌-বাজেট আলোচনা সভায় বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান। আজ মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর আট জেলার ব্যবসায়ীদের সঙ্গে প্রাক্‌-বাজেট আলোচনা সভায় বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান। আজ মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে। ছবি: আজকের পত্রিকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না, এটা কিন্তু সত্য কথা। আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। কারণ, ৫২-৫৩ বছর ধরে ঋণ করে করে আমাদের বাজেট বড় করা হয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া এবং এর সুদ দেওয়া বিরাট বোঝা হয়ে গেছে।’

আজ মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে প্রাক্‌-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমান এসব কথা বলেন। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী বিভাগের সব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে এই সভা হয়। রাজশাহী চেম্বার এই আয়োজন করে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে। তা না হলে এ দেশ এগোতে পারবে না। আমরা এখন অটোমেশনের (স্বয়ংক্রিয়) দিকে জোর দিচ্ছি। সারা দিনের সব চিন্তা আমাদের অটোমেশন কেন্দ্রিক। এবার ১৪ লাখ ৩২ হাজার মানুষ অনলাইনে রিটার্ন দিয়েছেন।’

ট্যাক্স আদায়ে জোর দেওয়া হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের ১ কোটি ১২ লাখ টিআইএনধারী আছে। রিটার্ন দেন ৪০ লাখ ব্যক্তি। এর মধ্যে ২৫-২৬ লাখই খুব একটা ট্যাক্স দেন না, দিলেও একেবারে মিনিমাম (সর্বনিম্ন) ট্যাক্স দেন। আর অন্যদের আমরা চেইজ (তাড়া) করতে পারছি না। এটা নিয়ে আমরা নিয়ে সিরিয়াসলি কাজ করছি। প্রতিদিন এক ঘণ্টা কমিশনারদের সঙ্গে জুম মিটিং করছি। যাঁরা রিটার্ন দিচ্ছেন না, তাঁদের নোটিশ করা হোক। তাঁদের অর্থের ট্রানজেকশন ট্র্যাক করা হোক। বাড়ি বাড়ি গিয়ে সম্পদ খোঁজা হোক।’

প্রাক্‌-বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগের আটটি জেলার ব্যবসায়ীরা সভায় তাঁদের মতামত তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত