Ajker Patrika
হোম > অর্থনীতি

সার আমদানির ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার

অনলাইন ডেস্ক

সার আমদানির ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার
ফাইল ছবি

অন্যতম কৃষি উপকরণ সারের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সার আমদানির ঋণপত্র খুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে সার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে সার আমদানি ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

বিআরপিডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘কোনো ব্যাংকে ডলার-সংকট থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে আগে সারের ঋণপত্র খুলতে হবে। তা ছাড়া সার আমদানিতে মার্জিন শূন্য রাখতে হবে। এই সার্কুলারের মাধ্যমে সার আমদানিতে অগ্রাধিকার দেওয়া হলো। আগেও সারের ক্ষেত্রে মার্জিন নির্ধারণ করা ছিল না। তবে সার সরবরাহ অব্যাহত থাকলে তা কৃষি উৎপাদনের জন্য ভালো, তাতে উৎপাদন বাড়বে।

ট্রাম্পের শুল্কনীতি: ভুগবে মার্কিনরা, লাভবান হতে পারে যেসব দেশ

সেনাবাহিনীর পাহারায় বিএসইসি ছাড়লেন চেয়ারম্যান-কমিশনাররা

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর, চেয়ারম্যান–কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

টানা তিন অর্থবছরে চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

ব্যাংক খাতের প্রভিশন ঘাটতিতে রেকর্ড

১৫ রমজানের মধ্যে প্রণোদনার টাকা চায় বিকেএমইএ

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ