Ajker Patrika
হোম > অর্থনীতি

বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন দরপতনেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন দরপতনেও

আগের সপ্তাহের দুই দিন ও গতকাল মিলিয়ে টানা তিন কর্মদিবস দরপতন দেখা গেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে দরপতনের মধ্যেও শেয়ারশূন্য বিও হিসাব কমার বিপরীতে বাড়ছে শেয়ার থাকা বিও হিসাবের সংখ্যা। অর্থাৎ সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা। 

গতকাল ডিএসইতে দর বাড়ার তুলনায় দরপতন হয়েছে প্রায় চার গুণ। বেশির ভাগ বহুজাতিক কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বড় দরপতন ঠেকালেও এই দর বাড়া সূচকের পতন ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। 

দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ পয়েন্টে নেমে গেছে। এর আগে গত বৃহস্পতিবার ৬১ ও বুধবার ২৬ পয়েন্ট মিলিয়ে গত তিন কর্মদিবসে সূচক কমল ১১০ পয়েন্ট।

তবে পতনের বাজারেও সক্রিয় হচ্ছেন সাইডলাইনে বা নিষ্ক্রিয় থাকা বিনিয়োগকারীরা। বেশ কিছুদিন ইতিবাচক প্রবণতায় লেনদেন হওয়ায় শেয়ার কেনায় আগ্রহী হয়েছেন অনেকেই। আর গত কয়েক দিনের দরপতনকে বাজার সংশোধন হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। 

শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সিডিবিএলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার আছে এমন বিও হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ লাখ ৬ হাজার ১৬৮টিতে। আগের সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ ৪ জুলাই এই ধরনের বিও সংখ্যা ছিল ১৩ লাখ ২ হাজার ৩৪৬। সেই হিসাবে ওই পাঁচ দিনে শেয়ার থাকা বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৮২২টি। তবে গতকালের সর্বশেষ শেষ হিসাব প্রকাশ করেনি সিডিবিএল।

গতকাল দিনভর ডিএসইতে হাতবদল হয়েছে ৬২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কর্মদিবসে ছিল ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমে ৪২ কোটি ৩ লাখ টাকা। এটি গত সাত কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

আরও খবর পড়ুন:

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

আন্তর্জাতিক বাজারে কমছে তেলের দাম, ট্রাম্পের নীতিসহ নেপথ্যে যেসব কারণ

ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে লড়তে কানাডারও আছে মোক্ষম হাতিয়ার

মাইন্ডশেয়ার পেল ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার

ভ্যাট ছাড়ে স্বস্তি নাকি বিভ্রান্তি

পোশাকের ক্রয়াদেশ কমেছে আশঙ্কাজনক

ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন’ উদ্বোধন

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ৬ মার্চ

বেগুন লেবু শসায় বাড়তি দাম, কাটছে না তেল সংকট