দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করেছে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম।
ডিবিএ সভাপতি বলেন, ‘ডিএসইর চেয়ারম্যান পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজমেন্টের ওপর অযাচিত হস্তক্ষেপ করছেন। তাঁর এ ধরনের কোনো ক্ষমতা নেই। আমরা ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের ইমিডিয়েটলি অপসারণের দাবি জানাচ্ছি।’
এ সময় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) দ্রুত সংস্কার দাবি করেন ডিবিএ সভাপতি।
তিনি বলেন, ‘বিএসইসিতে কমিশনারদের মতো অনেক অসৎ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এই কমিশনে কমিশনারদের মতো অসৎ কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির আওতায় আনতে হবে। এ জন্য পুরো কমিশন পুনর্গঠন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে শেয়ারবাজারে অনিয়মের শেষ নেই। বলে শেষ করা যাবে না। এর মধ্যে উল্লেখযোগ্য অনিয়ম করা হয়েছে-আইপিও, রাইট শেয়ার, ওটিসি থেকে এসএমইতে স্থানান্তর, ফ্লোর প্রাইস ও বিএসইসিতে ১২৭ জন নিয়োগ।’
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ডিএসইর পর্ষদেও পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যাদের রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।’