হোম > অর্থনীতি

বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল কোয়ান্ট ফিনটেক

অনলাইন ডেস্ক

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে দেশি প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড। চুক্তির মাধ্যমে কোয়ান্ট ফিনটেক আইসিবি সিকিউরিটিজের গ্রাহকদের সেবা দিতে তাদের তৈরি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করবে।

এর ফলে আইসিবির গ্রাহকেরা বাংলাদেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসইতে ট্রেডিংয়ের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্মে সরাসরি অংশ নিতে পারবেন।

আজ বুধবার প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। আইসিবির প্রধান কার্যালয়ে হওয়া চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মফিজুর রহমান এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার।

আরও উপস্থিত ছিলেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিকিউরিটিজের চেয়ারম্যান আবুল হোসেন, কোয়ান্ট ফিনটেকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাবেদ হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে তাঁরা আনন্দিত এবং আশা করেন, এটি তাঁদের ভবিষ্যৎ সম্ভাবনার পথ উন্মুক্ত করবে।

পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে অংশীজনদের বৈঠক বুধবার

কর-ভ্যাট অব্যাহতি ও বিনিয়োগবান্ধব করনীতি চান ব্যবসায়ীরা

ইউনিলিভার বাংলাদেশের সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

সনদ নিয়েও চালু হয়নি এসকিউ ব্রোকারেজ, তদন্তে কমিটি

আউটসোর্সিং: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা

এলডিসি থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে, ল্যান্ডিংয়ের সুযোগ নেই: আনিসুজ্জামান

১০ হাজার টন ভারতীয় চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

সয়াবিন তেলের দাম বাড়ল, এক লিটারের বোতল ১৮৯ টাকা