Ajker Patrika
হোম > অর্থনীতি

প্রথম দিনেই তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম দিনেই তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন

পেঁয়াজ আমদানির অনুমোদন (আইপি) প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম দিনেই প্রায় তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ সকাল থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করেছে। প্রথম দিনেই এখন পর্যন্ত ২১০টি আইপি আবেদন অনুমোদন করা হয়েছে। এতে পেঁয়াজের পরিমাণ ২ লাখ ৮০ হাজার ৮০০ টন। 

এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ার জেরে আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এক বার্তায় এ তথ্য জানান। 

বার্তায় জানানো হয়, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। 

এদিকে বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ছিল ৭০-৭৫ টাকা। আর এক মাস আগে একই পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর, চেয়ারম্যান–কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

টানা তিন অর্থবছরে চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

ব্যাংক খাতের প্রভিশন ঘাটতিতে রেকর্ড

১৫ রমজানের মধ্যে প্রণোদনার টাকা চায় বিকেএমইএ

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ

নগদ লেনদেনের শর্ত বাতিল দাবি

এবি ব্যাংকের ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন

ব্যাংকের নগদ জমা সংরক্ষণ কমে ৩ শতাংশ