হোম > অর্থনীতি

পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা পেলেন যবিপ্রবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ছবি: আজকের পত্রিকা

পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আয়োজন করে পুঁজিবাজারের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

বিআইসিএম জানিয়েছে, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। যবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য মো. আব্দুল মজিদ।

বিআইসিএমের সহকারী অধ্যাপক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন।

আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ছবি: আজকের পত্রিকা

এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আওয়াল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম শাহরিয়ার, একই বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন বিশ্বাস, প্রভাষক মো. শানুর রহমান, প্রভাষক নুজাত তাবাসসুম শিমরান ও প্রভাষক রুহুল কুদ্দুস।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন