হোম > অর্থনীতি

পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা পেলেন যবিপ্রবির শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ছবি: আজকের পত্রিকা

পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আয়োজন করে পুঁজিবাজারের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

বিআইসিএম জানিয়েছে, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। যবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য মো. আব্দুল মজিদ।

বিআইসিএমের সহকারী অধ্যাপক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন।

আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ছবি: আজকের পত্রিকা

এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আওয়াল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম শাহরিয়ার, একই বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন বিশ্বাস, প্রভাষক মো. শানুর রহমান, প্রভাষক নুজাত তাবাসসুম শিমরান ও প্রভাষক রুহুল কুদ্দুস।

সিএসআর খাতে ব্যাংকের ব্যয় ক্রমেই কমছে

পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে অংশীজনদের বৈঠক বুধবার

কর-ভ্যাট অব্যাহতি ও বিনিয়োগবান্ধব করনীতি চান ব্যবসায়ীরা

ইউনিলিভার বাংলাদেশের সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

সনদ নিয়েও চালু হয়নি এসকিউ ব্রোকারেজ, তদন্তে কমিটি

আউটসোর্সিং: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা

এলডিসি থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে, ল্যান্ডিংয়ের সুযোগ নেই: আনিসুজ্জামান

১০ হাজার টন ভারতীয় চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ