হোম > অর্থনীতি

আমরা সর্বগ্রাসী হয়ে গেছি, বললেন পরিকল্পনাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতি ও বিপুল সম্পদের খবর যখন ‘টক অব দি কান্ট্রি’ তখন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার নিজেদের ‘সর্বগ্রাসী মনোভাব’ থেকে বের হয়ে আসার আহ্বান জানালেন। 

সচিব বলেন, ‘আমরা সর্বগ্রাসী হয়ে গেছি। আমাদের চাই চাই, আরও লাগবে। গণমাধ্যম এখন অসৎ মানুষ বের করে আনছে। আমাদের সর্বগ্রাসী মনোভব থেকে বের হয়ে আসতে হবে। সম্মান থেকে কেন আমরা বিচ্যুত হচ্ছি। শুধু নিজে সৎ থাকলে হবে না। আশপাশের সবাইকে সৎ রাখতে হবে।’ 

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪–২৫ স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। 

পরিকল্পনাসচিব আরও বলেন, ‘সরকার আমাদের কী দেয়নি! আমরা কেন নীতিবহির্ভূত কাজ করছি! এই দেশ তো আমাদের অনেক কিছু দিয়েছে। সর্বগ্রাসী ক্ষুধা এমন পর্যায়ে গেছে যে প্রধানমন্ত্রী আমাদের শুদ্ধাচার পুরস্কার দিয়ে নিবৃত্ত করছেন। আমাদের সবাইকে সর্বগ্রাসী ক্ষুধা থেকে বের হতে হবে।’ 

শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের অনেক কর্মকর্তার অনুপস্থিতি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, ‘অনাচার দিয়ে কোনো সমাজ চলতে পারে না। শুদ্ধাচারের বিপরীত শব্দ কি অনাচার? সামাজিক অনাচার দূর করে মানবসভ্যতা রচনা করাই কাজ। মানুষের কাজই হচ্ছে অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’ 

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বিলবোর্ডে জাতির পিতার কথা বলা আছে, সেই অনুসারে আমাদের চলতে হবে। মানুষকে সম্মান জানাতে হবে। শুদ্ধ হওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জীবনের প্রতি পদক্ষেপ শুদ্ধাচার দ্বারা নিয়ন্ত্রিত। শুদ্ধাচার অর্জন করার জন্য জাতির পিতাকে অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে।’ 

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য আব্দুল বাকী, আর্থ–সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য রেহানা খাতুন ও বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে অংশীজনদের বৈঠক বুধবার

কর-ভ্যাট অব্যাহতি ও বিনিয়োগবান্ধব করনীতি চান ব্যবসায়ীরা

ইউনিলিভার বাংলাদেশের সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

সনদ নিয়েও চালু হয়নি এসকিউ ব্রোকারেজ, তদন্তে কমিটি

আউটসোর্সিং: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা

এলডিসি থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে, ল্যান্ডিংয়ের সুযোগ নেই: আনিসুজ্জামান

১০ হাজার টন ভারতীয় চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

সয়াবিন তেলের দাম বাড়ল, এক লিটারের বোতল ১৮৯ টাকা