ভালোবাসা দিবস মানেই ক্লোজআপের কোনো না কোনো বিশেষ আয়োজন যা ভালোবাসার মৌসুমকে আরও রাঙিয়ে তুলে বহুগুণে। বরাবরের মতো এবারও ক্লোজআপ নিয়ে আসছে ‘কাছে আসার গল্প।’
সেই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসকে ঘিরে ক্লোজআপের বিশেষ আয়োজন ‘ক্লোজআপ ভালোবাসা দিবস স্পেশাল’-এ নির্মিত হয়েছে সিনেমাওয়ালার ব্যানারে তিনটি বিশেষ নাটক। যা প্রচারিত হবে ক্রমাগতভাবে ১৩ই ফেব্রুয়ারি হাসিব হোসাইন রাখি পরিচালিত-‘মন দুয়ারে’। ১৪ই ফেব্রুয়ারি রাফাত মজুমদার রিংকু পরিচালিত-‘ভ্লগার মিতু’ এবং ১৫ই ফেব্রুয়ারি সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত ‘তুমিহীনা’।
যা প্রচারিত হবে প্রতিদিন সকাল ১১টায় একমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। ভালোবাসার মৌসুমে ভালোবাসায় বুঁদ হয়ে থাকুক সকল ভালোবাসার মানুষগুলো।