Ajker Patrika
হোম > অর্থনীতি

ইউরোপীয় কমিশনের জরিমানার খবরে শেয়ার কমল ডেলিভারি হিরোর 

অনলাইন ডেস্ক

ইউরোপীয় কমিশনের জরিমানার খবরে শেয়ার কমল ডেলিভারি হিরোর 

অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে জার্মানির ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ডেলিভারি হিরো–কে ৪০ কোটি ইউরো (৪৩ কোটি ৩০ লাখ ডলার) জরিমানা করতে পারে ইউরোপীয় কমিশন। আর এই খবরে গত সোমবার কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৪ শতাংশ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

দিনের শুরুতে শেয়ার দর বৃদ্ধি পেলেও স্থানীয় সময় সাড়ে দশটায় শেয়ারের দাম ৬ শতাংশ কমে যায়। 

গত রবিবার এক বিবৃতিতে কোম্পানিটি বলে, ‘জাতীয় বাজার শেয়ার করার জন্য কথিত বিরোধী–প্রতিযোগিতামূলক চুক্তি, বাণিজ্যিকভাবে সংবেদনশীল তথ্যের আদান-প্রদান এবং নো-প্যাচ চুক্তির’ জন্য এই জরিমানা হতে পারে। দুটি কোম্পানির মধ্যে নো প্যাচ চুক্তি হলে কোম্পানিগুলো একে অপরের কর্মীদের নিয়োগ দিতে পারে না। 

ডেলিভারি হিরো বলেছ, এটি কমিশনের তদন্তে সহযোগিতা করবে, যেমনটি ২০২২ সালের জুলাইয়ে ও ২০২৩ সালের নভেম্বরে অঘোষিত অভিযানের সময় করেছিল। 

তবে কবে নাগাদ ইউরোপীয় কমিশন এই জরিমানা করবে তা জানায়নি কোম্পানিটি। 

ইউরোপীয় কমিশনের মুখপাত্র বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের আর্থিক সংস্থা জেফরিজের বিশ্লেষকেরা বলেন, ডেলিভারি হিরোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জরিমানার বস্তুগত বিষয়টি বা এটি পরিশোধ করার ক্ষমতা নয়, বরং এই ধরনের সমস্যা তৈরি করে তা রোধ করা। 

জেফরিস বলেন, ২০২১ সালের মে মাসে ডেলিভারি হিরোর বলকান অঞ্চলের ব্যবসাটি আরেক স্পেনের ফুড ডেলিভারি কোম্পানি ‘গ্লোভো’ এর কাছে বিক্রি করার কারণে জরিমানাটি হতে পারে। বিক্রি করার পর সেই কোম্পানিতে ডেলিভারির হিরোর বেশির ভাগ অংশীদারত্ব ছিল। 

গত রবিবারের বিবৃতিটি ডেলিভারি হিরো ও গ্লোভকে নিয়ে ইউরোপীয় নিয়ন্ত্রকদের তদন্তের সর্বশেষ তথ্য। 

খাবার ডেলিভারির রাইডারদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার জন্য স্পেনে একটি আইন রয়েছে। এই আইন লঙ্ঘনের জন্য ২০২২ সালে সেপ্টেম্বরে স্পেনের শ্রম মন্ত্রণালয় গ্লোভকে জরিমানা করে। কর্মী নিয়োগ ও তথ্য শেয়ার করার বিষয় নিয়ে বর্ধিত তদন্তের অংশ হিসেবে গত বছরের শেষের দিকে উভয় কোম্পানির সদর দপ্তরে অভিযান চালিয়েছিল ইইউয়ের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকেরা।

কোথায় থেমে সংস্কার, ব্যাখ্যা দাবি

‘ভুল নীতিতে’ বস্ত্র খাত এখন চরম সংকটে

তিন মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত

২৩ দিনেই ২ বিলিয়ন ডলারের মাইলফলক রেমিট্যান্সে

স্বাভাবিক কার্যক্রম চালাতে সরকারের সহায়তা চায় অর্থনীতি সমিতি

ভিই কমার্শিয়াল ভেহিকেলস ও রানার গ্রুপের অংশীদারত্ব আরও দৃঢ়করণ

ভারত থেকে সুতা আসছে ডাম্পিং মূল্যে, দেশের সুতা পড়ে থাকছে গুদামে: বিটিএমএ

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চাল আসছে মার্চে

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

গ্যাসের দাম দ্বিগুণ হলে অর্থনীতির বড় ক্ষতি