Ajker Patrika
হোম > অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংকের ৫টি নতুন এজেন্ট আউটলেট শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংকের ৫টি নতুন এজেন্ট আউটলেট শুভ উদ্বোধন

সেবার দীপ্ত অঙ্গীকার এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে সম্প্রতি  প্রিমিয়ার ব্যাংক আরও ৫টি নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের  উপদেষ্টা জনাব মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম রিয়াজুল করিম, এফসিএমএ।

নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে রংপুর শাখার অধীনে খামারপারা এজেন্ট আউটলেট, মাওনা শাখার অধীনে মুলাইদ এম সি এজেন্ট আউটলেট, ময়মনসিংহ শাখার অধীনে কালির বাজার এজেন্ট আউটলেট, ভালুকা শাখার অধীনে বগার বাজার এজেন্ট আউটলেট, বোর্ড বাজার শাখার অধীনে জাঝর বাজার এজেন্ট আউটলেট একসঙ্গে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ জিএসডি জনাব সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) জনাব কাজী আহ্সান খলিল এবং ইভিপি ও হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশন জনাব মো. আহসান উল আলম সহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ, সংশ্লিষ্ট শাখা প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন।

 

ট্রাম্পের শুল্কনীতি: ভুগবে মার্কিনরা, লাভবান হতে পারে যেসব দেশ

সেনাবাহিনীর পাহারায় বিএসইসি ছাড়লেন চেয়ারম্যান-কমিশনাররা

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর, চেয়ারম্যান–কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

টানা তিন অর্থবছরে চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

ব্যাংক খাতের প্রভিশন ঘাটতিতে রেকর্ড

১৫ রমজানের মধ্যে প্রণোদনার টাকা চায় বিকেএমইএ

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ