Ajker Patrika
হোম > অর্থনীতি

মুসলমানদের ক্রিপ্টো ব্যবহারে ধর্মীয় বাধা নেই: রুশ ওলামা কাউন্সিল 

অনলাইন ডেস্ক

মুসলমানদের ক্রিপ্টো ব্যবহারে ধর্মীয় বাধা নেই: রুশ ওলামা কাউন্সিল 

ডিজিটাল মুদ্রাব্যবস্থা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে মুসলিমদের ক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নেই বলে ফতোয়া দিয়েছে রাশিয়ার ওলামা কাউন্সিল। সম্প্রতি এ বিষয়ক একটি ডিক্রি জারি করেছে রুশ ওলামাদের কাউন্সিল। আরটি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গতকাল শুক্রবার রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রুশ উলামা কাউন্সিলের অন্যতম শীর্ষ নেতা এবং মস্কোর মুফতি ইলদার আলাউদ্দিনভ। 

আলাউদ্দিনভ বলেন, ‘ইন্টারনেট প্রযুক্তির যেসব খাত জনগণের জীবনমানের উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেসব খাতকে কাউন্সিল সব সময়েই সমর্থন করে। এই নীতির আলোকে কাউন্সিল মনে করে, মুসলিমদের ক্রিপ্টোকারেন্সির ব্যবহার এবং বিনিয়োগের ক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নেই।’ 

সংবাদ সম্মেলনে মুফতি আলাউদ্দিনভ আরও জানান, জার্মানি, তুরস্ক, জর্ডান এবং মিসরের উলামা এবং মুফতিদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ইসলামি আইন বা শরিয়ার সঙ্গে ক্রিপ্টোকারেন্সির সামঞ্জস্য রয়েছে কি না—এই প্রশ্নে বহুদিন ধরে বিতর্ক চলছে ইসলামি বিশ্বভুক্ত দেশগুলোতে। বৈশ্বিক মুফতিদের একাংশের মতে ডিজিটাল অর্থব্যবস্থার সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই, আবার অন্য অংশ সন্দেহ—এই অর্থব্যবস্থার সঙ্গে কোনো না কোনোভাবে জুয়ার সম্পর্ক রয়েছে। 

রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ জানিয়েছে, সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া শরিয়াহ সম্মত কি না—এই প্রশ্নে চলতি বছর দীর্ঘ বিতর্ক হয়েছে রুশ ওলামা কাউন্সিলে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। 

অবশ্য চলতি বছর থেকেই রাশিয়ায় পরীক্ষামূলকভাবে ইসলামি ব্যাংকিং চালু হয়েছে। রাশিয়ার আইনসভা দুমা এক আইন প্রণয়নের মাধ্যমে দেশটিতে এই ব্যাংকিং ব্যবস্থার অনুমোদনও দিয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩০০০ ডলারে পৌঁছাল

এফডিআরের বিপরীতে দেওয়া ঋণও ফেরতপাচ্ছে না জনতা ব্যাংক

পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের একত্রে কাজ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

তৈরি পোশাকে অভ্যন্তরীণ উৎপাদনে নজর যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের জন্য কতটা শঙ্কার

নির্বিঘ্নে কর দিতে চান ব্যবসায়ীরা

সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি

সয়াবিনের সরবরাহ বাড়লেও সমস্যা কিছু পণ্যের দামে

এই ঈদে ২০ হাজার টাকার মধ্যে কিনুন টেকনোর অত্যাধুনিক কিছু স্মার্টফোন

রমজান ও অন্যান্য উৎসব উদ্‌যাপনে ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার