বেবিচক এবং রবি আজিয়াটার করপোরেট চুক্তি স্বাক্ষরিত

বিজ্ঞপ্তি  

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২: ৫৫
বেবিচক এবং রবি আজিয়াটা’র করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং রবি আজিয়াটার সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

করপোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। ওই অনুষ্ঠানে বেবিচকের পক্ষে সদস্য (এটিএম) এয়ার কমোডর এ কে এম জিয়াউল হক বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, এবং রবি আজিয়াটার পক্ষে Axentec PLC-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রবি আজিয়াটার করপোরেট সংযোগ ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ যেমন ভয়েস, ডেটা এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) পরিষেবাসহ অত্যাধুনিক সেবাসমূহ পাবে। এ ছাড়া আরও নতুন পরিষেবার সুযোগ এবং প্রযুক্তিগত সমাধান বৃদ্ধি পাবে, যা সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

করপোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচক এবং রবি আজিয়াটার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাউথইস্ট ব্যাংকের ‘বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন’ অনুষ্ঠিত

বিএইএ প্রকল্পের প্রদর্শনী চলবে ৬ জানুয়ারি পর্যন্ত

ইস্টার্ন ইউনিভার্সিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডিয়াকম আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন