Ajker Patrika

এখন থেকে ‘মাই এমিরেটস পাস’ দিয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন বছরজুড়ে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৮: ২১
পাবেন গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে রয়েছে ৬০০-র বেশি অফার। ছবি: সংগৃহীত
পাবেন গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে রয়েছে ৬০০-র বেশি অফার। ছবি: সংগৃহীত

এমিরেটস এয়ারলাইনসের যাত্রীরা এখন থেকে সারা বছর দুবাইয়ে ‘মাই এমিরেটস পাস’-এর অধীনে আকর্ষণীয় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে রয়েছে ছয় শতাধিক অফার।

দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী যাত্রীরা বিভিন্ন খাবার ও শপিং আউটলেটে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়া অবকাশ যাপন ও বিলাসবহুল স্পা কেন্দ্রগুলোতেও বিশেষ মূল্যছাড় অফার করা হবে।

মাই এমিরেটস পাসের সুবিধা পেতে হলে যাত্রীদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। অনলাইনে চেকইনকারীদের বোর্ডিং পাসটি ডাউনলোড করে দুবাইয়ে অবতরণের আগেই একটি স্ক্রিনশট রেখে দিতে হবে। কারণ পরবর্তীতে এটি আর পাওয়া যাবে না।

এমিরেটস এয়ারলাইন এরই মধ্যে বিশেষ গ্রীষ্মকালীন অফারগুলো ঘোষণা করেছে। এই অফার ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর কার্যকর থাকবে। এ সময় গ্রাহকেরা দুবাই সামার সারপ্রাইজের অবিশ্বাস্য অফারগুলো নেওয়ার সুযোগ পাবেন। ২৭ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ‘সামার সারপ্রাইজ’ থাকবে। বিলাসবহুল কেনাকাটা, অতি আকর্ষণীয় বিনোদন ও ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতার জন্য এই অফার বিশেষভাবে জনপ্রিয়।

বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইনস। যাত্রীরা ভায়া দুবাই ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত