হোম > অর্থনীতি

বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্য ২০ শতাংশ কমাচ্ছে সরকার

জয়নাল আবেদীন খান, ঢাকা

ফাইল ছবি

চলতি ২০২৪-২৫ অর্থবছর বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ কমছে। ব্যাংকগুলোর তারল্যসংকট দূর ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এমন পদক্ষেপে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যে লক্ষ্যমাত্রা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। এতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সম্মতিও পাওয়া গেছে। শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে, যা স্পষ্ট হবে সংশোধিত বাজেটে। এর ফলে চলতি অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে রাখা সরকারের ঋণের লক্ষ্যমাত্রা সংশোধিত বাজেটে কমবে আগের তুলনায় ২৭ হাজার ৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে মোট ঘাটতি ধরা হয় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করার লক্ষ্য ঠিক করা হয় ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা। বাকি ৯৫ হাজার ১০০ কোটি টাকা নেওয়ার লক্ষ্য ধরা হয় বৈদেশিক উৎস থেকে। প্রতিবছরই বেশি ব্যয়ের বাজেটে বড় আকারের ঘাটতি ধরা হচ্ছে। কিন্তু এর বিপরীতে বাজেটে সেই ঘাটতি পূরণের উৎস বৈদেশিক ঋণ মিলছে না প্রত্যাশিত হারে। একইভাবে সরকারি আয়ের অন্যতম অভ্যন্তরীণ উৎস রাজস্ব আয় আশানুরূপ বাড়ছে না। যে কারণে প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সাম্প্রতিক বছরগুলোয় সরকারের ব্যাংকনির্ভরতা ক্রমেই বাড়ছিল। সেই ধারাবাহিকতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরও অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। যদিও পাঁচ বছর আগে ২০২০-২১ অর্থবছরে লক্ষ্য ছিল মাত্র ২৬ হাজার কোটি টাকা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেন, এমনিতেই ব্যাংকগুলো বড় রকমের তারল্য ঘাটতিতে রয়েছে, এ পরিস্থিতিতে সরকার যদি ব্যাংক থেকে আরও বেশি ঋণ নেয়, তখন তারল্যসংকট আরও বাড়বে, যা বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিতে চাপ তৈরি করবে।

আশরাফ আহমেদ সরকারকে ব্যাংক ব্যবস্থায় বিদ্যমান চাপ কমাতে বিকল্প উৎস্য হিসেবে সরকারকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ এবং সরকারি প্রকল্পের ক্ষেত্রে পিপিপি মডেলের আওতায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ দেন। এতে অবকাঠামো খাতের বড় প্রকল্পগুলোয় বাজেট বরাদ্দের বাইরে অর্থায়ন সম্ভব হবে বলেও মনে করেন এই ব্যবসায়ী নেতা।

বাজেটের ঘাটতি পূরণে ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। তার আগে ২০২২-২৩ অর্থবছরের এই লক্ষ্য ছিল ১ লাখ ৬ হাজার কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে সরকারি ঋণের লক্ষ্য ছিল ৭৫ হাজার কোটি টাকা।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার ব্যাংক থেকে ঋণ বেশি নিলে বেসরকারি খাতকে ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায়, আর কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নিলে মূল্যস্ফীতি বাড়ে। আবার ঋণের টাকার যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার না হলে এবং বেসরকারি খাত প্রণোদনা না পেলে তাতে মূল্যস্ফীতি আরও বাড়বে। সঙ্গে কর্মসংস্থানও কমবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক তারল্য ঘাটতিতে রয়েছে। এর মধ্যে ৯টির অবস্থা খুবই নাজুক। কিছু ব্যাংক গ্রাহকের টাকা দিতে না পেরে শার্টার ফেলে ব্যাংকিং করছিল। এটিএম বুথেও টাকা পাওয়া যেত না। এ অবস্থা কাটাতে সরকারের পরামর্শে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ধারের ব্যবস্থা করে। এতে চাপ কমতে শুরু করে। কিন্তু সব ব্যাংকের তারল্যসংকট এখনো কাটেনি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, আলোচিত কয়েকটি ব্যাংকের প্রায় ১৮ হাজার কোটি টাকা তারল্য ঘাটতিতে রয়েছে। তবে এই ঘাটতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আজকের সঙ্গে কালকের মিল নেই। পরিস্থিতির উন্নতি ঘটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ ধার দিতে গৃহীত উদ্যোগ চলমান রয়েছে।

১৫ বছরে শেয়ারবাজার সংকুচিত হয়েছে, অনেক পিছিয়েছে: ডিএসই চেয়ারম্যান

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতার অর্ধেকই অর্থনৈতিক

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস সেমিনার অনুষ্ঠিত

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

সংকটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৪.১ শতাংশে: বিশ্বব্যাংক

সেকশন