হোম > অর্থনীতি

আলুর দাম নাগালে না আনতে পেরে দুঃখপ্রকাশ: ভোক্তার ডিজির বার্তা

অনলাইন ডেস্ক

মোহাম্মদ আলীম আখতার খান। ছবি: সংগৃহীত

‘প্রতিদিনই অভিযান হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর হওয়াটা জরুরি হয়ে পড়েছে। আমরা তা সিরিয়াসলি ভাবছি। আলুর মূল্য ভোক্তাদের নাগালে আনতে হিমশিম খাচ্ছি। আমরা দুঃখিত। বাজার ব্যবস্থাটি অসুস্থ ও অস্বাভাবিক।’

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে এই উপলব্ধি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের। গতকাল হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের একটি গ্রুপে এমন বার্তাই পাঠান তিনি।

টিসিবির হিসাবে রাজধানীর বাজারগুলোতে গতকাল খুচরায় আলু বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।

এক সপ্তাহ আগে ছিল ৬৫-৭৫ টাকা। অথচ আলু আমদানির জন্য ১৩ শতাংশ শুল্কছাড় দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বার্তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আলীম আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সিন্ডিকেট ও কারসাজি যে রয়েছে, তা আমরা ডিমের বাজার দিয়েই প্রমাণ পেয়েছি। সাধারণত কাউকে কোনো অপরাধের জন্য শাস্তি দিলে অন্যরা এ থেকে শিক্ষা নিয়ে সেই অপরাধটা ছেড়ে দেওয়ার কথা। কিন্তু বাজারে এত অভিযান ও শাস্তির পরও কারসাজি থামছে না। এটা কোনো সুস্থ ও স্বাভাবিক বাজারের আচরণ হতে পারে না।’

তবে বাজারকে স্বাভাবিক করার দায়িত্ব ভোক্তা অধিদপ্তরের একার নয় বলে মন্তব্য করেন ডিজি। তিনি বলেন, সব অপরাধের শাস্তি ভোক্তা অধিদপ্তর দিতেও পারে না। তাই সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে।

এদিকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করতে। ইতিমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সবার সহযোগিতায় চিনি, পেঁয়াজের ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতিমধ্যে।’

পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে অংশীজনদের বৈঠক বুধবার

কর-ভ্যাট অব্যাহতি ও বিনিয়োগবান্ধব করনীতি চান ব্যবসায়ীরা

ইউনিলিভার বাংলাদেশের সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

সনদ নিয়েও চালু হয়নি এসকিউ ব্রোকারেজ, তদন্তে কমিটি

আউটসোর্সিং: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা

এলডিসি থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে, ল্যান্ডিংয়ের সুযোগ নেই: আনিসুজ্জামান

১০ হাজার টন ভারতীয় চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

সয়াবিন তেলের দাম বাড়ল, এক লিটারের বোতল ১৮৯ টাকা