হোম > অর্থনীতি

শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’

বিজ্ঞপ্তি  

‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’-এ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

নদী, পাহাড় আর সাগরে ঘেরা ৫৬ হাজার বর্গমাইলের অনিন্দ্যসুন্দর জনপদ আমাদের এই বাংলাদেশ। এ দেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজন করে ট্র্যাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’।

এবারের প্রতিযোগিতায় প্রতিযোগীরা ‘নতুন বাংলাদেশ’ এই থিমের ওপর ১৫ হাজারের-এর বেশি ট্রাভেল ছবি, ভিডিও এবং গল্প সাবমিট করেন। সেখান থেকে নির্বাচিত প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে হয়েছিল ‘মাস্টারক্লাস’।

রাজধানীর নিকটস্থ একটি রিসোর্টে অনুষ্ঠিত মাস্টারক্লাসে অংশগ্রহণকারীদের ক্রিয়েটিভ দিক নির্দেশনার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছিলেন এই সিজনের বিচারক জনপ্রিয় লেখক-কার্টুনিস্ট আহসান হাবীব, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং ট্রাভেলার ও পাখি বিশারদ অণু তারেক।

চূড়ান্ত সাবমিশন থেকে বিচারকদের রায় এবং দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে নেওয়া ৭৪টি ছবি, ১৩টি ভিডিও ও ১৬টি গল্প দিয়ে সাজানো হয়েছিল প্রদর্শনীটি।

‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’-এ আলফা রেজা মিতু, মোহাম্মাদ সাকিফ ও আসিফ আহমেদ ভিডিও ক্যাটাগরিতে; রাশেদ উল ইসলাম, শেখ আর রাফিউ ও রাকিব হাসান রেদোয়ান ছবি ক্যাটাগরিতে এবং ইমা নূর, ডক্টর মুহাম্মাদ ইদ্রিস ও আশরাফুল গল্প ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।

চলতি বছর ২১,২২ এবং ২৩ নভেম্বর, ২০২৪ রাজধানীর ‘আলিয়ঁস ফ্রঁসেঁজ’-এ প্রদর্শনী এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে আয়োজনের ইতি টানা হয়। প্রদর্শনীর শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, লেখক-কার্টুনিস্ট আহসান হাবীব ও স্বনামধন্য চিত্রগ্রাহক রাশেদ জামান।

এ ছাড়া এ আয়োজনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা দেশের ভ্রমণপিপাসুদের জন্য এমন দারুণ একটি উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের সাধুবাদ জানান।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে মো. পারভেজ সাইফুল ইসলাম এই সফল আয়োজনের সঙ্গে থাকার জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ভোক্তা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে নতুন নতুন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ঔষধ শিল্প সমিতির সভাপতি মুক্তাদির ও মহাসচিব জাকির

সর্বনিম্ন করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকার প্রস্তাব সিপিডির

আরএডিপিতে বরাদ্দ কমল ১০৪৮ কোটি

সাত মাসে কৃষিঋণ বিতরণ ১৯ হাজার কোটি টাকা

শাড়ি বুননে ব্যস্ত তাঁতপল্লি

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

পাকিস্তান থেকে এল আরও ২৬ হাজার টন চাল

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩০০০ ডলারে পৌঁছাল

এফডিআরের বিপরীতে দেওয়া ঋণও ফেরতপাচ্ছে না জনতা ব্যাংক

পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের একত্রে কাজ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান