নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান থেকে আরও ২৬ হাজার ২৫০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি জিটুজি চুক্তির আওতায় এসব চাল কেনা হয়েছে। চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে ৫ মার্চ পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালানে ২৬ হাজার ২৫০ টন চাল আমদানি হয়। এর ফলে পাকিস্তান থেকে মোট ৫২ হাজার টন চাল আমদানি করা হলো।
গত বছর দেশে সরকারিভাবে মাত্র ৪ হাজার ৬০০ টন চাল আমদানি করা হয়। তবে চলতি বছর দেশের খাদ্যনিরাপত্তা বাড়াতে সরকারি গুদামে সংরক্ষণের জন্য স্থানীয় বাজার থেকে সংগ্রহের পাশাপাশি বিশ্ববাজার থেকেও চাল আমদানি করা হবে।
খাদ্য মন্ত্রণালয় জিটুজি ভিত্তিতে দেশে মোট ১০ লাখ টন চাল ও গম আমদানির পরিকল্পনা নিয়েছে। ভারত, মিয়ানমারের পাশাপাশি পাকিস্তান ও ভিয়েতনাম থেকে এসব চাল আমদানি করা হবে।
এর মধ্যে গত জানুয়ারিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয়। সে অনুযায়ী পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৫০ হাজার টন আতপ চাল রপ্তানির প্রস্তাব দেয় বাংলাদেশকে। প্রতি টন ৪৯৯ মার্কিন ডলার হিসাবে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চালের আমদানি মূল্য দাঁড়ায় ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের চলতি বছরের সর্বশেষ তথ্য অনুসারে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারিভাবে মোট ৫ লাখ ৭৫ হাজার টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে সরকারিভাবে আমদানি হয়েছে ৩ লাখ ১১ হাজার টন চাল; বাকিটা বেসরকারিভাবে আমদানি করা হয়েছে।
পাকিস্তান থেকে আরও ২৬ হাজার ২৫০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি জিটুজি চুক্তির আওতায় এসব চাল কেনা হয়েছে। চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে ৫ মার্চ পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালানে ২৬ হাজার ২৫০ টন চাল আমদানি হয়। এর ফলে পাকিস্তান থেকে মোট ৫২ হাজার টন চাল আমদানি করা হলো।
গত বছর দেশে সরকারিভাবে মাত্র ৪ হাজার ৬০০ টন চাল আমদানি করা হয়। তবে চলতি বছর দেশের খাদ্যনিরাপত্তা বাড়াতে সরকারি গুদামে সংরক্ষণের জন্য স্থানীয় বাজার থেকে সংগ্রহের পাশাপাশি বিশ্ববাজার থেকেও চাল আমদানি করা হবে।
খাদ্য মন্ত্রণালয় জিটুজি ভিত্তিতে দেশে মোট ১০ লাখ টন চাল ও গম আমদানির পরিকল্পনা নিয়েছে। ভারত, মিয়ানমারের পাশাপাশি পাকিস্তান ও ভিয়েতনাম থেকে এসব চাল আমদানি করা হবে।
এর মধ্যে গত জানুয়ারিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয়। সে অনুযায়ী পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৫০ হাজার টন আতপ চাল রপ্তানির প্রস্তাব দেয় বাংলাদেশকে। প্রতি টন ৪৯৯ মার্কিন ডলার হিসাবে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চালের আমদানি মূল্য দাঁড়ায় ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের চলতি বছরের সর্বশেষ তথ্য অনুসারে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারিভাবে মোট ৫ লাখ ৭৫ হাজার টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে সরকারিভাবে আমদানি হয়েছে ৩ লাখ ১১ হাজার টন চাল; বাকিটা বেসরকারিভাবে আমদানি করা হয়েছে।
বাংলাদেশে আরও তিনটি পোশাক কারখানা সবুজ সনদ পেয়েছে, ফলে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০টিতে। নতুন তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড। তিনটিই লিড প্লাটিনাম ক্যাটাগরির সনদ পেয়েছে।
১ ঘণ্টা আগেতিনটি সাধারণ বিমা কোম্পানির সিইও নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইউনিয়ন ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্সের নতুন সিইওদের নাম ঘোষণা করা হয়েছে। তালুকদার মো. জাকারিয়া হোসেন, মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং জামিরুল ইসলাম যথাক্রমে তাদের দায়ি
১ ঘণ্টা আগেভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক—কর ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আগামী ৩১ মার্চ কর ছাড়ের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি।
৪ ঘণ্টা আগেকমলা, আপেল, নাশপাতি, আঙুর, জাম্বুরা, বাতাবি লেবু ও লেবু জাতীয় তাজা বা শুকনো ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলের বাজার স্থিতিশীল এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে