টানা তিন সপ্তাহ ধরে হ্রাস পেয়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ দশমিক ৪ বিলিয়ন থেকে কমে ৬৪৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটি সাত মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এর আগে, ১৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কমে ৬৫২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে ছিল।
বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। অর্থাৎ চীন, জাপান ও সুইজারল্যান্ডের পরেই ভারতের অবস্থান।
অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেকর্ড পতনের মধ্য দিয়ে রুপির লেনদেন শেষ হয়। গত সপ্তাহে রুপি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন ৮৫ দশমিক ১০ রুপিতে পৌঁছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিবর্তন মূলত কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ ও রিজার্ভে থাকা বৈদেশিক সম্পদের মূল্য বৃদ্ধির বা হ্রাসের কারণে ঘটে। রুপি বাজারে অপ্রত্যাশিত ওঠানামা রোধে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) দুই পক্ষেই হস্তক্ষেপ করে থাকে।
তা ছাড়া ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদন খাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।