গৃহস্থালিতে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল, বাটি, প্রেশার কুকারসহ সব ধরনের তৈজসপত্রের দাম বাড়বে। অর্থমন্ত্রী তাঁর প্রস্তাবিত বাজেটে এই পণ্যগুলোর মূল্য সংযোজন কর (মূসক) বাড়ানোর প্রস্তাব করেছেন।
আজ বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে এ প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেছেন, অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থালি তৈজসপত্র, স্যানিটারিওয়্যার এবং যন্ত্রাংশের মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন: