হোম > অর্থনীতি

১২০০ কোটির টাকার বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার বিষয়ে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে এই বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর এই বন্ড ছাড়ার বিষয়টি প্রথম জানায় ডাচ্-বাংলা ব্যাংক।

তথ্যমতে, প্রতিটি বন্ডের দাম ১ কোটি টাকা। মোট ১ হাজার ২০০টি বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক। এই বন্ড আন-সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল। সাব-অর্ডিনেটেড বন্ডের বৈশিষ্ট্য হলো, এই বন্ডের ঋণ পরিশোধ অন্যান্য বন্ডের তুলনায় কম অগ্রাধিকার পাবে।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৪ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক ২০২৩ সালের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ও সাড়ে ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৪১ পয়সা, ২০২২ সালে যা ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা।

এক যুগের মধ্যে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ

সারা দেশে মিলবে ইনসেপ্টার মেনিনজাইটিস টিকা

এলসি চালুর দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে বেক্সিমকো

এপেক্সের ৫০ হাজার শেয়ার কিনবেন সৈয়দ মঞ্জুর এলাহী

জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান প্রায় ২৮ শতাংশ

শিল্প কাঁচামাল আমদানিতে সাময়িক ছাড়পত্র দেবে বিএসটিআই

সিএসইতে লেনদেনের সময় পরিবর্তন, শেয়ারবাজারে কারসাজির আশঙ্কা

বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন

শুরু হলো ঢাকা এক্সপো পেইন্ট অ্যান্ড কোটিংস

আমদানি করা শিল্প কাঁচামালের ছাড়পত্র বন্দরেই দেবে বিএসটিআই

সেকশন