হোম > অর্থনীতি

সব কোম্পানিতে একজন নারী পরিচালক থাকা উচিত: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানিতে অন্তত একজন করে নারী পরিচালক থাকা উচিত বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। আজ রোববার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

ওয়াসিকা আয়শা খান বলেন, ‘দে‌শের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পা‌নি‌তে অন্তত একজন নারী স্বতন্ত্র প‌রিচালক থাকা উচিত। নারীদের সমঅধিকার নিশ্চিত করা হচ্ছে, মানবাধিকার নিশ্চিত করা। বর্তমান প্রধানমন্ত্রী সেই কাজ করেছেন‌ বলেই আজকে দেশের বিভিন্ন সর্বোচ্চ পর্যায়ে নারী রয়েছেন। তাঁর সঙ্গে কাজ করায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তাই আজকের নারীদের আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরি।’

‘রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ডিএসই, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউএন গ্লোবাল কমপ্যাক্ট, সাস্টেইনেবল স্টক এক্সচেঞ্জ, ইউএন উইমেন এবং দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জেস।

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

শুধু সরকার বা নীতির মাধ্যমে নারী ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নয় মন্তব্য করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘এটা সমাজ থেকেই করতে হবে। সরকার হয়ত নীতি তৈরি করে দেবে, কিন্তু সেটা আমাদেরই বাস্তবায়ন করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়। নারীরা স্বল্প সময়ে একাধিক কাজ করার যোগ্যতা রাখেন। কর্মক্ষেত্রে যদি তারা কাজের ভালো পরিবেশ পান, তবে তাদেরকে দিয়ে অনেক কঠিন কাজও করানো সম্ভব হয়।’

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আমরা সব ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। উদ্যোক্তা থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক পর্যন্ত এখন নারীরা কাজ করছেন। কর্পোরেট গভর্ন্যান্সের কোড অনুযায়ী নারীদেরকে আমরা প্রাধান্য, সুযোগ, দায়িত্ব দিচ্ছি। পুরুষদের পাশাপাশি তাদের জন্য আলাদা বিনিয়োগ এবং উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে। নারীরা যাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, আমরা সে সুযোগ করে দিয়েছে এবং কাজ করে যাচ্ছি। 

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, অনেক ক্ষেত্রে কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নারী দায়িত্ব পালন করছেন। সেগুলো মূলত শহর পর্যায়ে। তবে এখনও গ্রাম এবং পুরো সমাজে অনেক ক্ষেত্রে নারীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান বলেন, নারীরা যখন শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সংস্থান এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়, তখন তারা সামগ্রিকভাবে অর্থনীতি ও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। নারীদের বিনিয়োগের মাধ্যমে আমরা তাদের সম্ভাবনাকে ‘আনলক’ করতে পারি। শুধুমাত্র নারীরা নিজেরাই নয়, বরং তাদের পরিবার, সম্প্রদায় এবং বৃহত্তর অর্থনীতিকেও উপকৃত করতে পারি। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ, ভুটান এবং নেপালের আইএফসি কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান ও আইএফসির সিনিয়র কর্পোরেট গভর্ন্যান্স অফিসার কল্যানী শন্তোষকুমার। ধারণকৃত ভিডিও বার্তায় বক্তব্য দেন বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের ডেপুটি হেড অব কর্পোরেশন করিন হেনচোজ পিগনানি।

জেন্ডার ইক্যুয়ালিটির বিভিন্ন অবস্থা তুলে ধরেন আইএফসির ইনভাইরনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স অফিসার মিস লোপা রহমান।

এছাড়াও সভায় আইএফআইসির পার্টনারশিপ ফর উইমেনস এমপ্লয়মেন্ট প্রোগ্রাম লিড মিস জারিন তাসনিমের পরিচালনায় ‘ইনভেস্ট ইন উইমেন, অ্যাকসেলারেট প্রোগ্রেস’ প্রতিপাদ্যের ওপর প্যানেল আলোচনায় অংশ নেন নভো ডিজাইন্সের কো-ফাউন্ডার মিস সিলমত চিশতি, দ্য লিগ্যাল সার্কেলের ফাউন্ডার মিস অনিতা গাজি রহমান, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মিস ফারজানাহ চৌধুরী এবং দেশ গ্রুপ অব কোম্পানিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস ভিদিয়া আমরিত খান।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন