বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিকে পাশ কাটিয়ে সরকারের এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে বিদ্যুতের নতুন এ দাম কার্যকর হবে। আজ বৃহস্পতিবার নির্বাহী আদেশের মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হয়।
বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সরকার নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম এক তরফাভাবে বাড়ানোর জন্য সরকার সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন সংশোধন করে।
বিইআরসিকে পাশ কাটিয়ে এই প্রথম সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো। গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধন করে দাম বাড়ানোর বিশেষ ক্ষমতা নিজের হাতে নেয় সরকার।
এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বিইআরসিতে থাকা গণশুনানির অপেক্ষায় থাকা আবেদনের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের সচিব বলেন, সরকারের এই দাম বাড়ানোর পর বিইআরসির আর দাম বাড়ানোর প্রয়োজন নেই।
এর আগে গত রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান/সংস্থা দাম বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করে। ওই শুনানিতে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল বিইআরসির কারিগরি কমিটি।