Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশ পেরিয়ে সিঙ্গাপুরের মাটিতে পেয়ালা ক্যাফে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পেরিয়ে সিঙ্গাপুরের মাটিতে পেয়ালা ক্যাফে

পেয়ালা ক্যাফে ঢাকাবাসীদের মধ্যে বেশ জনপ্রিয় একটি নাম। সম্প্রতি এই ক্যাফের একটি শাখা খোলা হয়েছে সিঙ্গাপুরে। গত ১৩ মার্চ এই শাখা উদ্বোধন করা হয় সিঙ্গাপুরের মেরিনা বে লিংক মলে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ বিষয়ে একটি ঘোষণা দেওয়া হয়েছে। 

বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের মালিকানায় পরিচালিত এই ক্যাফের পেজের নামও ‘পেয়ালা’। বাংলাদেশ সময় গত ১৩ মার্চ দুপুর ১টার একটু পর শেয়ার করা একটি পোস্টে পেয়ালার সিঙ্গাপুর শাখা উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, ‘শিকড় থেকে বিশ্বে: গর্বিতভাবে আমরা সিঙ্গাপুরে আমাদের শাখা চালু করেছি! পেয়ালা সিঙ্গাপুরে আমাদের সঙ্গে যোগ দিন।’ পেয়ালা ক্যাফের ঠিকানা হিসেবে পোস্টে ম্যারিয়ানা বে লিংক মল, ৮এ ম্যারিয়ানা বুলেভার্দের কথা উল্লেখ করা হয়েছে। 

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পেয়ালা চালু হওয়ার বিষয়টি বেশ আগ্রহ জাগিয়েছে। পেয়ালার উদ্বোধনের বিষয়টিকে স্বাগত জানিয়েছে আসিফ হাসান নামে সিঙ্গাপুরপ্রবাসী এক বাংলাদেশি ফেসবুকে লিখেছেন, ‘দেখুন, আমার অফিসের ঠিক পাশে কী চালু হয়েছে!’ 

উল্লেখ্যে, রাজধানীতে পেয়ালা ক্যাফের বনানী, গুলশান ও কারওয়ান বাজারেও শাখা আছে।

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

হামদর্দের চিফ মোতোয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুনের জন্মদিন উদ্‌যাপিত

বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্‌যাপন করল জিপি অ্যাক্সিলারেটর

বাটার ‘স্টারলাইট’ কালেকশনের সঙ্গে ঈদ উদ্‌যাপন হোক আরও জমজমাট

মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা

ভ্যাসলিন গ্লুটা হায়া লঞ্চ ইভেন্ট

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত